এক নজরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,লালমনিরহাট জেলা কার্যালয়
২০০৯ সালের ৬ এপ্রিল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কার্যকর হওয়ার পর ঐ বছরেই ঢাকার ১, কারওয়ানবাজার, টিসিবি ভবনের ৮ম তলায় অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি, ২০১৫ খ্রি.লালমনিরহাট জেলায় সহকারি পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে এ কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন ও এ আইনের প্রতি জনসচেতনতা সৃষ্টিই এ কার্যালয়ের প্রধান উদ্দেশ্য। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের বর্তমানে এ দপ্তরের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।