Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

কুড়িগ্রাম জেলা কার্যালয়ের অর্জনসমুহ ২০১৮-১৯ অর্থবছরে চলমান বাজার অভিযান কার্যক্রমে জুন/১৯ পর্যন্ত মোট ৩৮টি অভিযান পরিচালনার মাধ্যমে ১১৯ টি প্রতিষ্ঠানকে ২৮৩,০০০/- টাকা জরিমানা করা হয় । ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা বিরোধী কার্য প্রতিরোধ, ভোক্তা ও ব্যবসায়ীর দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জন্য লিফলেট, পাম্পলেট ও স্টিকার বিতরণ করা হয়। জুন ২০১৯ এর মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে সেমিনার আয়োজন করা হয়। ১৫ মার্চ ২০১৯ এ জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুস্থিত হয়। এছাড়াও বিভিন্ন উপজেলা পরিদর্শন এবং ভোক্তা অধিকারের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের মধ্যে সমন্বয় করা হচ্ছে। “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হচ্ছে।

 

জরিমানা আদায়ের তথ্য তুলে ধরা হলোঃ

ক্রমিক

মাসের নাম

অভিযানের সংখ্যা

অভিযুক্ত প্রতিষ্ঠান

অভিযানের স্থান

জরিমানার পরিমাণ

১.

জুলাই

১৫

সদর, কালিগঞ্জ,আদিতমারী,হাতিবান্ধা,লালমনিরহাট।

৫১,০০০/-

২.

আগস্ট

সদর,লালমনিরহাট

১৫,০০০/-

৩.

সেপ্টেম্বর

কালিগঞ্জ,সদর,লালমনিরহাট

১৭,০০০/-

৪.

অক্টোবর

আদিতমারী,লালমনিরহাট

২,০০০/-

৫.

নভেম্বর

সদর,লালমনিরহাট

৮,০০০/-

৬.

ডিসেম্বর

-

-

-

-

৭.

জানুয়ারী

১১

কালিগঞ্জ,আদিতমারী,সদর,লালমনিরহাট

২০,৫০০/-

৮.

ফেব্রুয়ারি

১২

কালিগঞ্জ,হাতিবান্ধা,আদিতমারী,সদর,লালমনিরহাট

৩৯,০০০/-

৯.

মার্চ

২৩

কালিগঞ্জ,হাতিবান্ধা,আদিতমারী,সদর,লালমনিরহাট

৪১,০০০/-

১০.

এপ্রিল

২০

কালিগঞ্জ,হাতিবান্ধা,আদিতমারী,পাটগ্রাম,সদর,লালমনিরহাট

৪৭,৫০০/-

১১.

মে

১৫

আদিতমারী,সদর,লালমনিরহাট

৩২,০০০/-

১২

জুন

কালিগঞ্জ

১০,০০০/-

 

সর্বমোট

৩৮

১১৯

                            

২৮৩,০০০/-